
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করে ৭জনকে কারাদন্ড ও ১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
শনিবার বিকালে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করাসহ ৭ জনের কারাদন্ড প্রদান করে। এদের মধ্যে ১ জনের ৫ দিন, ১ জনের ৩ মাস, ৫ জনের ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ২০০ পুড়িয়া হেরোইন জব্দসহ ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মোঃ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।