
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর এলাকায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক পথচারী সড়ক দুঘর্টনায় মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।
সিরাজুল ইসলামের শ্যালক আঃ রাজ্জাক মোল্যা বলেন, রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় দ্রুতগামীর অজ্ঞাতনামা গাড়ী তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার এসআই জুয়েল রানা বলেন, অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়ীটির সন্ধান নেওয়ার চেষ্টা অব্যাহত আছে ও আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।