
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধীরে ধীরে প্লাবিত হচ্ছে সিরাজগঞ্জের চরাঞ্চল। প্রায় দেড় সপ্তাহ ধরে টানা পানি বৃদ্ধিতে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরের মানুষের মাঝে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫১ মিটার। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নীচু জমিগুলো প্লাবিত হচ্ছে।
তবে বন্যার সম্ভাবনা থাকলেও ততে আতঙ্কের কিছু নেই বলে দাবি পাউবোর কর্মকর্তাদের।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, ইতোমধ্যে চরের নীচু জমিগুলো প্লাবিত হয়েছে। আরেকটু পানি বাড়লেই মানুষের বাড়ি-ঘরে পানি প্রবেশ করবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত পানি বাড়বে। এর মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এ দফায় স্বাভাবিক বন্যা হলেও আশংকাজনক অবস্থা সৃষ্টির সম্ভাবনা নেই।