
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র উদ্যোগে মুক্তাগাছায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার পৌরসভা, বাঁশাটি, মানকোণ ও দুল্লা ইউনিয়নের ১ হাজার ৬শ ৫০ পরিবারের মাঝে নিম ও আমগাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই, সাংবাদিক ফেরদৌস তাজ, ওয়ার্ল্ডভিশন প্রোগ্রাম অফিসার মোঃ রাশেদুল আলম, সিক্তা চাম্বুগং, মৌসুমি আক্তার, সজল কুমার দে সহগ্রাম উন্নয়ণ কমিটির সদস্যবৃন্দ।