
উজ্জল শেখ বগুড়াঃ
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দ এর বিরুদ্ধে দায়িত্ব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২২ইং মঙ্গলবার দুপুরে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোট কুমিরা ও মধ্যপালশা এলাকায় মানববন্ধন পালন করে সাধারণ জনগণ হয়।
১৫নং ওয়ার্ডের মোঃ উজ্জল শেখের উদ্যোগে ছোট কুমিরানও মধ্যপালশা মানববন্ধন বক্তব্য রাখেন মোঃ উজ্জল শেখ, আহসানুল হক সুইট, আল আমিন, শফিকুল ইসলাম, নাসিমা হক, রোজি, স্বপন সরকার, শফিকুল ইসলাম সহ আরও অনেকে।
মানববন্ধন বক্তারা বলেন, আব্দুল মান্নান আকন্দ একজন বিশিষ্ট সমাজ সেবক।
তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি জেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান বক্তারা।