
সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার হলো, কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামের কামরুল হাসান (৩৮), সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের শাহাদত শেখ (৩৬)।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ওই ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে সম্প্রতি এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হওয়ায় পুলিশ এ অভিযান শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।