
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকা বারুহাস বাজারের একটি বাড়ীতে অভিযান চালিয়ে একটি নকল খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ২ লাখ টাকার মুল্যের পণ্য ধ্বংস করে ফেলা হয়েছে।
প্রাপ্ত তথ্য জানাগেছে, পাশবর্তী উপজেলা গুরুদাস পুরের বিলসা গ্রামের মোঃ আব্দুল হালিম নামের এক যুবক ট্রেড লাইন্সের উপর ভর করে নোংড়া পরিবেশে শিশু খাদ্য আচার , লজেন্স,জুস,চাটনি ও ড্রিংস্ক সহ বিভিন্ন পণ্য তৈরী করে বি,এস,টি, আই এর নকল স্ট্রিকার লাগিয়ে বাজার জাত করত।
গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই আব্দুল হালিম ফুড প্রডাক্ট্রস কোম্পানীতে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশ ও বি,এস,টি,আই এর অনুমতি ছাড়াই পণ্য উৎপাদন করে নকল স্ট্রিকার লাগিয়ে বাজার জাত করার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমান ও প্রায় ২লাখ টাকা মুল্যের পণ্য বায়েযাপ্ত করে ধ্বংস করে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার এস, আই সুভাষ চন্দ্র,ডি,এস,বির আব্দুল হাই, ইউপি সদস্য মোঃ ফিরোজ প্রমুখ।