
গত ১৬ জুলাই শনিবার বাদে মাগরিব হতে চট্টগ্রাম মুরাদপুরস্থ হোটেল জামান নীচতলার সম্মেলন কক্ষে জাতীয় ইসলামিক মিডিয়া পরিষদের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জাকের আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মাওলানা মোরশেদ রেজা কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ০৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন এর মাধ্যমে জাতীয় ইসলামিক মিডিয়া পরিষদ ২০২২-২৩ সেশনের একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।।
উপস্থিত সবার সম্মতিতে জাতীয় ইসলামিক মিডিয়া পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জাকের আহমদ সিদ্দিকী,মহাসচিব পদে মাওলানা মোরশেদ রেজা কাদেরী, সাংগঠনিক সচিব পদে সৈয়দ মুহাম্মদ জাহেদ কাদেরী ও মাওলানা মুহাম্মদ খোরশেদুল আলমকে অর্থ সচিব করে
সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।।
জাতীয় ইসলামিক মিডিয়া পরিষদের পূর্নাঙ্গ কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সবার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত করেছেন,নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জাকের আহমদ সিদ্দিকী।