এম,দিদারুল আলম রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজানের ঐতিহ্যবাহি
বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও রাউজান ব্লাড ডোনার্সের সহযোগিতায় বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্টিত হয়। এ উপলক্ষে ১০ আগস্ট বুধবার ৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম। প্রধান আলোচক ছিলেন পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল শাহ। উদ্বোধক ছিলেন পূর্বগুজরা ইউপি সদস্যা আশরিফা করিম রোজী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো.ইলিয়াস মেম্বার, শিক্ষানুরাগী সদস্য সিরাজুল হক, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের সদস্য সাংবাদিক রমজান আলী, সদস্য মাহাবুবুল আলম, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, ছাত্রনেতা মহিউদ্দীন লিংকন, সমাজসেবক শিক্ষানুরাগী জসিম উদ্দিন দয়াল চাঁদ, রাউজান ব্লাড ডোনার্সের নিলয় দে, সামির হোসাইন, ইরফান মুনির জামাল, বেলাল উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে.এম শাজাজান ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোরশেদ আলম, প্রণব বৈদ্য, হালিমা বেগম, সুস্মিতা মজুমদার, প্রণয়জিত বড়ুয়া। এতে বড়ঠাকুরপাড়া প্রাথমিক বিদ্যালয় ও পূর্বগুজরা উচ্চবিদ্যালয়ের প্রায় ৬’শ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ৫দিনব্যাপী কর্মসূচীর মধ্যে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: