
রাউজান প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র “গ্রাম হবে শহর” এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে রাউজান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পির দিক নির্দেশনায় চারশত বস্তা প্লাস্টিক,পলিথিন সহ অপচনশীল আবর্জনা ২০০ টাকা ধরে ক্রয় করা হয়।
২৪ জুলাই রবিবার সকালে রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে এ আবর্জনা সংগ্রহ করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জমান চৌধুরী, রাউজান সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,উপজেলা মাধ্যমিক একাডেমিক সোপারভাইজার সজল চন্দ্র,স্কুলের সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার বড়ুয়া,সিনিয়র শিক্ষক ফিরোজ আহমেদ, শিবু কুমার চক্রবর্তী, বিপ্লব দাশ, কাঞ্চন চক্রবর্তী, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন চৌধুরী, আসুতুশ চৌধুরী, মোহাম্মদ হানিফ, আসিশ দাশ, শিক্ষিকা শওকত আরা জেসমিন, যুবলীগ নেতা আবু ছালেক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেনীর মানুষ এগিয়ে এসেছে
শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অপচনশীল এই আবর্জনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।