
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর আওতাধীন চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১০ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান তানভির এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ওসমান গণি’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গাউি সয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়ের আহমেদ তিনি বলেন সঠিক ইসলামি জীবন ব্যবস্থা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বাস্তবায়নে অরাজনৈতিক এই আধ্যাত্যিক সংগঠন গাউসিয়া কমিটির কোনো বিকল্প নেই । সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক জাহেদ হোসেন, মুহাম্মদ শাহাদাত হোসাইন, ইব্রাহিম মুন্না, ইমাম উদ্দিন, মাঈন উদ্দীন সোহেল, মবিনুল হক, রবিউল ইসলাম প্রমুখ সম্মেলনে সবার সম্মতিক্রমে ওসমান গণি কাদেরী কে সভাপতি, মোঃ হেলাল উদ্দীন কে সাধারণ সম্পাদক এবং আকিফুল ইসলাম ফরহাদ কে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ৫১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।