
সিরাজগঞ্জের তাড়াশে অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদপ্রার্থী সাবেক যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম।
রোববার দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম তার নিজ তহবিল থেকে টাকা তুুলে দেয়া হয় রিনা খাতুনের, হাতে।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর প্রেসক্লাবের সভাপ্রতি মোঃ শরিফ আহমেদ , সাধারন সম্পাদক সাব্বির মির্জা, সদস্য শেখ মোঃ করিম বকসো, মোঃ সেরাজুল ইসলাম, আসলাম আলী, সবুজ হোসেন প্রমূখ।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদপ্রার্থী সাবেক যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, সমাজের অবহেলিত, দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চাই।