রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের B-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে B-ইউনিটে ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এই উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন,খাবারসহ সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে।

এর পাশাপাশি শাহজাদপুরের স্থানীয় জনগণও ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য,সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয় এর B ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ভর্তি পরীক্ষাটিকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে যাচ্ছেন।

আজ শেষ সমন্বয় সভায় তিনি পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!