
লালপুর, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার (অব:) এর সমর্থক গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার(১৯শে জুন) বিকেলে লালপুর উপজেলার মাধবপুর সেন্টার মাঠে স্থানীয় সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার (অব:), সদস্য শ্রম ও জনশক্তি উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, উপস্থিত ছিলেন লালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তোফায়েল ইসলাম (টিটু), সহ উপস্থিত ছিলেন অত্র এলাকার স্থানীয় সমর্থক গোষ্ঠী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় তিনি বলেন, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের উন্নয়নশীল দেশে রুপান্তরিত হচ্ছে ,তার এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করতে সবাইকে উদ্বুদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।