এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সার্বিক সহযোগিতায়
মাদকদ্রব্যের অপব‍্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের কর্মশালা ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুকুল চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, রাউজান থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কাইসার, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের রাউজান প্রতিনিধি মোহাম্মদ জাহেদুল আলম, দৈনিক পূর্বদেশের রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী সহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন শুধুমাত্র অভিযান চালিয়ে নয়, সামাজিকভাবে এই মাদককে বয়কট করতে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকের বিরুদ্ধে ছাত্রদের সচেতন করার পাশাপাশি এর অপকার ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে, সেই সাথে ধর্মীয়ভাবে সাপ্তাহিক জুমার নামাজে মসজিদেও এই বিষয়ে সকলকে সচেতন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: