সুনামগঞ্জ প্রতিনিধি::
পাঁচদিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহা-নবমী পূজায় হাজাঁরো ভক্তবৃন্দরা উপবাস থেকে লাইনে দাড়িঁয়ে মন্ডপে মন্ডপে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অপর্ণ করেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই শহরের ষোলঘরস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমসহ বিভিন্ন পাড়ামহল্লায় বিভিন্ন বয়সের নরনারী ও কিশোর কিশোরীরা পূণ্য লাভের আশায় মন্দির মন্দিরে গিয়ে দূর্গামায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এ সময় উলুধব্বনি ঢাক, ঢোল আর শংঙ্ক ধব্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামন্ডপের আশাপাশে পুলিশ,আনসার ও র‌্যাবের সদস্যরা সার্বক্ষনিক নিশ্চিত নিরাপত্তা বজায় রেখে চলেছেন। রামকৃষ্ণ আশ্রমে পূজোতে অংশগ্রহন করেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ও সুনামগঞ্জ সরকারী কলেজেরে সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সাধারন সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস,সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপত সুধাংশু রঞ্জন তালুকদার,রামকৃষ্ণ আশ্রমের সদস্য হিরেন্দু ভূষন তালুকদার মঞ্জু,এডভোকেট শিবেন্দু তালুকদার,স্বপন কুমার দাস,চন্দন প্রসাদ রায়,সিতাংশু,পিনু,অলক দত্ত,রাজু রায় ও দিলীপ রায় প্রমুখ। ভক্তবৃন্দরা নিজের এবং দেশ ও জাতির কল্যানে মায়ের নিকট প্রার্থনা করেন এবং করোনা মুক্ত সমৃদ্ধ,উন্নত ও শান্তির বাংলাদেশ গড়তে মায়ের চরণ প্রার্থনা করেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!