চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও পুলিশের এক কনস্টেবলের পা বিচ্ছিন্ন হওয়াসহ আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। যাদের মধ্যে ডিপোর শ্রমিক ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন রয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নেয়া হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে উঠে। এছাড়া আশপাশের অনেক বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনায় দুজনের মৃত্যু কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। এর ঘণ্টাখানেক পরে আরও দুজনের মৃত্যুর খবর দেন মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম। তিনি বলেন, আহত ৬০ থেকে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর।

সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, পুলিশের এক কনস্টেবলের পা বিচ্ছিন্ন হওয়াসহ থানার অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এক এসআই এবং শিল্প পুলিশের একাধিক সদস্য।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টে শনিবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখানে কেমিক্যাল কন্টেইনার রয়েছে।

আগুন নেভাতে প্রথমে তিনটি ও পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। পরে রাত পৌনে ১১টার দিকে কন্টেইনার থেকে কন্টেইনারে আগুন ছড়ালে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দেয়। আগুন ছড়াতে থাকার সময় কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণ হয়। এতে হতাহতের ঘটনা বাড়ে। সব মিলিয়ে ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন বাহিনীটির সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

চট্টগ্রাম কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন ডিউটিরত ফায়ার ফাইটার নাজমুল হাসান ঢাকাটাইমসকে বলেন, অন্তত ১৫ জন ফায়ার ফাইটারের আহত হওয়ার তথ্য মিলেছে। এদের মধ্যে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একজন অফিসার, দুজন লিডার, তিনজন চালক ও নয়জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এছাড়াও বেশ কয়েকজন ফায়ার ফাইটারের খোঁজ মিলছে না বলে জানান তিনি।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় অন্তত ৫/৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!