সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহেশ্ব রৌহালী গ্রামে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম।

 

জননেএী শেখ হাসিনা ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপর ২০০০ সালের এপ্রিলে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া পাটগাঁতী ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার প্রকল্পটি বাতিল করে দেয়। বন্ধ হয়ে যায় সেখানকার গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই হাসপাতাল। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় প্রকল্পটি আবারও চালু হয়। এরপর দ্রুত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়তে থাকে। ফলে অল্প সময়েই পৌঁছে যায় মানুষের কাছে। এখন গ্রামীণ সড়কের পাশ দিয়ে প্রায়ই চোখে পড়ে একেকটি কমিউনিটি ক্লিনিক। প্রায় একই নকশায় তৈরি ছোট্ট ভবনে এই ক্লিনিক ব্যবস্থাপনা দিনে দিনে মানুষের কাছে অপরিহার্য ভরসা হয়ে উঠেছে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সিভিল সার্জন ডা রামপদ রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারন  সম্পদক সনজিত কর্মকার,

 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,উপজেলা স্বাস্থ্য প, প, কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, , নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই ,মহেশ্ব রৌহালী ওয়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল খানঁ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!