সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় নিরাপত্তা বেষ্টনি এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন জেলা প্রশাসন। এ বালু উত্তোলন বন্ধ করায় প্রসংশিত হয়েছেন জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যমুনা নদীর পশ্চিমপাড় বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা বেষ্টনি এলাকার সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ী চর ও চকবয়ড়া নামক স্থানে ৭/৮টি ড্রেজার বসিয়ে এ বালু উত্তোলন করে এবং পাইপের মাধ্যমে এ বালু ইকোনোমিক জোন এলাকায় সরবরাহ করা হয়। এতে বঙ্গবন্ধু সেতু হুমকির আশংকা করে স্থানীয়রা। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ (যুগ্ন সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রকিবুল হাসানকে জরুরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করেন এবং তাদের নির্দিষ্ট স্থানে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন সরিয়ে দেয়া হয়। এ নির্দেশে তারা ড্রেজার মেশিন নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যায়। পরবর্তিতে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তাদের জানানো হয়েছে। এদিকে যমুনা নদীসহ ফুলজোড় নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদী খননের রাতের আঁধারে বিক্রি হচ্ছে। লাখ লাখ টাকার এ বালু বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসনের নজর নেই। অবশ্য স্থানীয় পানি উন্নয়ন র্বোডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ ঘটনাটি শুনেছি। নদী খননের বালু বিক্রি কমিটি রয়েছে। এ বিষয়ে ওই কমিটি ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!