সাব্বির মির্জা স্টাফ রিপোর্টারঃ

মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে, এ শ্লোগান ধারন করে -“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ ( ৭- ২৮ অক্টোবর ) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন, এখন হলো প্রধান প্রজনন মৌসুম তাই নদী বা সাগর হতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। আগামী ৭ অক্টোবর হতেন২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না।

দেশে ইলিশ মাছে উৎপাদন বাড়াতে হলে সবাইকে এ নিয়ম মেনে চলতে হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস,এম রকিবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির নৌপুলিশের ওসি মোঃ দেলোয়ার হোসেন, কালিয়া হরিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার, সিরাজগঞ্জ জেলা মাছ ক্রয়বিক্রয় সমিতির সভাপতি মেঃ ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন বুদ্ধিন,জেলা মাছ আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম প্রমুখ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনায় ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় সিরাজগঞ্জ জেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তর, উপজেলা মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তারা, অন্যান্য দপ্তরের কর্মকর্তা সহ প্রায় দেড় শতাধিক জেলে ও মাছ ক্রয়, বিক্রেতারা এবং সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!