সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলো, কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেলে মতিউর রহমান (৫৯), সলঙ্গা থানার চুনিয়াখাড়া গ্রামের মৃত কদম আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫) ও তাড়াশ উপজেলার হাড়িসোনা গ্রামের খাদেম আলীর স্ত্রী জামেলা খাতুন (৫৮)।

পুলিশ জানায়, রোববার বিকেলে কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টি শুরু হয়। এ সময় কৃষক মতিউর রহমান ও আব্দুল জব্বার মাঠে গরু আনতে বর্জ্রপাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরআগে ওই গৃহবধূ ওষুধ নিয়ে বাড়ি আসার পথে বর্জপ্রাতে মৃত্যু হয়। বর্জ্রপাতে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

এদিকে ৪ দিনের ব্যবধানে সিরাজগঞ্জে বর্জ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। কালো মেঘের ও তর্জন গর্জন শুরু হলেই ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!