শেফাইল উদ্দিন

কক্সবাজারের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসানুজ্জামান বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক কারবারিদের শেকড় যতই গভীরে প্রোতিত হোক না কেন আমরা তা উপড়ে ফেলব।
তিনি বলেন, ধর্মীয, নৈতিক ও পারিবারিক শিক্ষা সমাজে অপরাধ প্রবণতা অনেক কমিয়ে আনে।
প্রথমে পরিবার এরপর শিক্ষক একটি শিশু কে নৈতিক মূল্যবোধ তৈরি করবে।
জেলা পুলিশ সুপার জাতির বিবেক সাংবাদিকদেরকে সমাজের অতন্দ্র প্রহরী উল্লেখ করে বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য ও লেখনি সমাজ থেকে অপরাধ নির্মূলে সহায়তা করে।

তিনি শনিবার (২৩ জুলাই) বিকেলে কক্সবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাঁও হাই স্কুল মোক্তার আহমদ মিলনায়তনে ঈদগাঁও থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান। স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান আজাদ (লুতু), ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক আজিজ প্রমুখ।
উপস্থিত ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার শামসুল হুদা চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল ইসলাম কোম্পানি, শাহীন কোম্পানি, ডাক্তার এম, মমতাজুল ইসলাম রিয়াজ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সম্পাদক হাসান তারেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসন, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সতীন্দ্র মোহন দাসসহ অনেকে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি পুলিশিং কমিটি ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমইউপি নুর জাহান, মাস্টার জসিম উদ্দিন চৌধুরী, মাস্টার আনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধ নাসির উদ্দিন, জসিম উদ্দিন আহমেদ, মেম্বার নুরুল আলম, মেম্বার দিদারুল ইসলাম, মৃণাল দে, জামিল উদ্দিন শাম, মাহবুব আলম মাবু, আবু হেনা বিশাদ, ইরফানুল করিম প্রমুখ।

মতামত উপস্থাপন করেন দৈনিক বাঁকখালী প্রতিনিধি কাফি আনোয়ার, টিটিএন প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাস (সুব্রত), আবুল মনসুর আহমদ, নুরুল আজিম, মলয় পাল সুজয় ও ঝিনুকা পাল।

সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ৪ নং ঈদগাঁও ইউনিয়নের কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এতে স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, নারী প্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সামাজিক অপরাধ দমনে সমাজ নেতা সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিবৃন্দের সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!