সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ে শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার প্রদান করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বই বিতরণ করেন রবির ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

তিনি বলেন, বিপদে সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।

এ সময় আলোকবর্তিকার তরুণ আলোকচ্ছটারা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং গ্রন্থ উপহার দেয়ায় ভিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ অনুষ্ঠানে রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা সভাপতি সুমনা আক্তারসহ তরুণ আলোকচ্ছটারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!