মোঃ মাহিদুল হাসান সরকার নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ার শেরপুরে উপমহাদেশের ঐতিহাসিক পীঠস্থান মা ভবানীর মন্দিরের প্রধান ফটক ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারস্থ ওই মন্দির প্রাঙণে ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, অত্র মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির আহবায়ক দিলীপ দেব, সদস্য ও হিন্দু ধর্মীয় নেতা অমৃত লাল সাহা, এ্যাড. নরেশ মুখার্জী, সিমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফল ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ,সাংবাদিক নিমাই ঘোষ,শ্যামল বসাক, পরিমল দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!