মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৭ মে বুধবার বিকেলে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকৃত ভুমির বর্তমান বাজার মুল্য ২ কোটি টাকা। উক্ত ভুমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির।

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি দীর্ঘদিন যাবৎ মৃত আব্দুল মালেকের ৪মেয়ে অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। বর্তমানে সেখানে অবৈধ ভোগ দখলকারীরা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.ফারুক আলম মাসুদ এর নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময়
সদর ভূমি উপ সহকারী কর্মকর্তা মৃনাল কান্তি সরকার, উপজেলা ভূমি অফিসের কর্মচারী, থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের
উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল গ্রহণ করা হয়।
ফলে দীর্ঘ সময় পরে হলেও সরকারের ২ কোটি টাকার ভুমি উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির ঝিনাইগাতীতে যোগদানের পর থেকে ব্রীজপাড়, কলেজ রোড সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে দখল মুুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!