মাহদী হাসান সিরাজী

গভীর রাত। প্রায় তিনটা। হঠাৎ শাইখ আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন,
আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো’।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না। তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখেন, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে!

কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন,
‘দাম কত?’
খাদেম বলল,
অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।’

তখন হযরত বললেন,
যে দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদাতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি
আল্লাহু আকবার, কী সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!