স্টাফ রিপোর্টার লামা :

পার্বত্য লামা-আলীকদমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি)র তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ মঙ্গলবার ১১অক্টোবর লামা পৌরসভার ইসমাইল স্মৃতি মিলনায়তন সভা কক্ষে ‘প্রশিক্ষণ সমাপণী ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানের মাধ্যমে তিনদিন ব্যপি প্রশিক্ষণ শেষ হয়৷ এর আগে ৯ অক্টোবর (রবিবার) প্রশিক্ষণ শুরু হয়েছিল। লামা-আলীকদমের ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

‘সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ’ শীর্ষক এই প্রশিক্ষণের ১ম কর্মদিবসে জিলহাজ উদ্দীন নিপুন ‘সংবাদের সঙ্গা, সংবাদ মূল্য ও সংবাদ চেতনা’ এর উপর সেশন পরিচালনা করেন। সংবাদ লেখার কৌশল এর উপর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সহিদ উল্লা সেশন পরিচালনা করেন।২য় দিনে ‘অনুসন্ধানী প্রতিবেদন’ এর উপর সেশন পরিচালনা করেন একুশে টেলিভিশনের উপ বার্তা প্রধান অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল৷ সমাপনী দিনে ‘ফিচারের ধারণা ও কৌশল’ এর উপর ৭১ টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান। সাংবাদিকদের পিার ধরণ ও প্রকরণ, ফিচার লেখার কৌশল, সাক্ষাতকার গ্রহনের কৌশল সেশন পরিচালনা করেন। কর্মশালার সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন জিলহাজ উদ্দীন নিপুন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই সাংবাদিকবান্ধব। তিনি সাংবাদিকদের আর্থিক দিক যেমন দেখছেন, তেমনি পেশাদারিত্বের বিষয়টিও দেখছেন। প্রশিক্ষণ দেয়ার জন্য পিআইবির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।                                                                      লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বলেন, এখন সাংবাদিকতা করার সুযোগের পাশাপাশি প্রতিযোগিতাও বেড়েছে ৷ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের বিকল্প নেই। ভালো রিপোর্টিং এর ক্ষেত্রে টিকে থাকতে হলে বুনিয়াদি প্রশিক্ষণ মগজে ধারণ করতে হবে ৷ এক সময় পিআইবি’র প্রশিক্ষণ ভেনু শুধু জেলা শহরে সীমাবদ্ধ ছিল। তিনি আরো বলেন, এই প্রথম পাহাড়ি উপজেলা লামা-আলীকদম পিআইবি প্রশিক্ষণ ভেনু করার কারণে নবীন রিপোর্টারদের অনেকেই সুযোগ পেলো। এ সুযোগ অবারিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পিআইবি’র প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ নিপুন বলেন, “বর্তমান সময়ে পিআইবি দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছেন। এতে করে সাংবাদিকদের পেশাদারিত্বের মান বাড়বে৷ ফলে রাষ্ট্র সমাজে কল্যাণ বয়ে আসবে। সাংবাদিক তানফিজুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামালুদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলীকদমের সাংবাদিক হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!