মোঃ নাজমুল হুদা, লামাঃ                                 বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদ এর মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজন সভায় এসময় অংশ নেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, ট্যাপিক পুলিশের টিআই সৈকত দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল হক, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ইউপি চেয়ারম্যানগণ ,বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর এর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সভায় সিদ্ধান্ত সমূহ…
১.লামার রুপসী পাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র ও কৃষি অফিসের জায়গা দখলমুক্ত করা।
২. লামা উপজেলা সদর হতে রুপসী পাড়া সড়কের চলমান কাজ ১৮ ফুট প্রস্তকরণ (৬ ফিট মাষ্টার ড্রেইনসহ) নিবিঘ্ন করতে সড়কের পাশে দখলে থাকা জায়গা দখলমুক্ত করা।
৩.খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) ও বিসিবি,র পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং ও স্বচ্ছতা সুনিশ্চিত করা।

৪.যানজট নিরসনে লামা পৌরশহরে অবস্থান করা টমটম,মোটরসাইকেল, অটোরিকশা, মাহিন্দ্র বাজারের বাইরে (গজালিয়া জীব স্টেশন,চেয়ারম্যান পাড়া- পেট্রোল পাম্প ও বাস-স্টেশন) সবসময় যাত্রী সেবায় নিয়োজিত রাখা। সেক্ষেত্রে অসুস্থ রোগী, জরুরি মালবোঝাই ভারি যানবাহন ব্যতীত। প্রয়োজনে যানজটমুক্ত করতে আইন প্রয়োগ ও বাস্তবায়ন করা।

৫.নদীর পাড়,ঝিরি,খালে ৫০ ফুটের মধ্যে তামাক চাষা না করা বিকল্প অন্য ফসল উৎপাদন বৃদ্ধি করা। বন সম্পদ রক্ষা,পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা।প্রয়োজনে আইন প্রয়োগ করা।
৬. লামার ফাঁসিয়াখালী ও সরই ইউনিয়নে বালি উত্তোলন বন্ধ করা।
৭.শিক্ষার গুনগতমান বজায় রেখে খালি পদসমূহ পুরণ,অবৈধ গরু পাচাররোধ,বাল্য বিবাহ প্রতিরোধ করাসহ বিবিধ।

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদ এর মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজন সভায় এসময় অংশ নেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, ট্যাপিক পুলিশের টিআই সৈকত দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল হক, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ইউপি চেয়ারম্যানগণ ,বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর এর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সভায় সিদ্ধান্ত সমূহ…
১.লামার রুপসী পাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র ও কৃষি অফিসের জায়গা দখলমুক্ত করা।
২. লামা উপজেলা সদর হতে রুপসী পাড়া সড়কের চলমান কাজ ১৮ ফুট প্রস্তকরণ (৬ ফিট মাষ্টার ড্রেইনসহ) নিবিঘ্ন করতে সড়কের পাশে দখলে থাকা জায়গা দখলমুক্ত করা।
৩.খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) ও বিসিবি,র পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং ও স্বচ্ছতা সুনিশ্চিত করা।

৪.যানজট নিরসনে লামা পৌরশহরে অবস্থান করা টমটম,মোটরসাইকেল, অটোরিকশা, মাহিন্দ্র বাজারের বাইরে (গজালিয়া জীব স্টেশন,চেয়ারম্যান পাড়া- পেট্রোল পাম্প ও বাস-স্টেশন) সবসময় যাত্রী সেবায় নিয়োজিত রাখা। সেক্ষেত্রে অসুস্থ রোগী, জরুরি মালবোঝাই ভারি যানবাহন ব্যতীত। প্রয়োজনে যানজটমুক্ত করতে আইন প্রয়োগ ও বাস্তবায়ন করা।

৫.নদীর পাড়,ঝিরি,খালে ৫০ ফুটের মধ্যে তামাক চাষা না করা বিকল্প অন্য ফসল উৎপাদন বৃদ্ধি করা। বন সম্পদ রক্ষা,পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা।প্রয়োজনে আইন প্রয়োগ করা।
৬. লামার ফাঁসিয়াখালী ও সরই ইউনিয়নে বালি উত্তোলন বন্ধ করা।
৭.শিক্ষার গুনগতমান বজায় রেখে খালি পদসমূহ পুরণ,অবৈধ গরু পাচাররোধ,বাল্য বিবাহ প্রতিরোধ করাসহ বিবিধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!