রাসূল (স:)র প্রদর্শিত পথে চলে শান্তি স্থাপন করতে হবে—-সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)

সাংবাদিক এম দিদারুল আলম

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে জশনে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। সোমবার ২৪ অক্টোবর বাদ জোহর থেকে আওলাদে রাসুল (স.) ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) আয়োজন ও ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া ও আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেহেন্না,, যুক্তরাজ্যের মিনিস্ট্র অব জাস্টিসের মুসলিম চ্যাপ্লেইন মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী।সম্মানিত আলোচক ছিলেন- আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী, অধ্যক্ষ মওলানা আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা সৈয়দ বশির উল আলম, আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, আল্লামা আব্দুল মোস্তফা রহিম আযহারী।বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দুল হক খান। এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, অঙ্গসংগঠন, জেলা, মহানগর, উপজেলা, শাখা দায়রা, খেদমত কমিটিসহ হাজারো আশেক, ভক্ত, মুরিদান ও স্থানীয় নবীপ্রেমিকগণ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে আওলাদে রাসুল (স.) ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) বলেন, ‘মহান আল্লাহ তায়ালা বিশ্ব মানবতার কল্যাণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবী করিম (স.) অন্ধকার জগতকে আলোকিত করেছেন। প্রচার করেছেন শান্তির বাণী। ’তিনি বলেন, ‘গাউছুল আজম মাইজভান্ডারীর মওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর দরবার হলো রাসূলে পাক (স.) এর আদর্শ চর্চার কেন্দ্র। তিনি রাসূলের প্রদর্শিত পথে চলার জন্য মানুষকে আহবান করেছেন। মাইজভান্ডার দরবার শরীফ হলো শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রাণকেন্দ্র। মাইজভান্ডার ত্বরীকার অনুসারীরা ভালবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি অন্তরে ধারণ করে এবং হিংসা, উগ্রতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে বিরত থাকে। ’মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পলিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!