রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান উপজেলার এয়াছিন নগরের জাইল্যা টিলা তরুণ সংঘ মাঠের পাশে ছৈয়্যদেনা আলী (রাদঃ) নাম করণে এবাদত খানা উদ্ভোধন কালে রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন একথা বলেন।  ২৪শে মার্চ শুক্রবার বিকেলে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান মাটিও মানুষের অভিভাবক জননেতা এ,বি,এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের আস্থাভাজন রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কৃষক দিন মজুর মেহনতি মানুষের কাছের মানুষ জিয়াউল হক চৌধুরী সুমন। তিনি বলেন – মাদক,ধুমপান, কিশোর গ্যাং আর বখাটের উৎপাতে প্রতিবন্ধকতা আর আদর্শিক কোমলমতি যুব সমাজ সৃষ্টির প্রয়াসে নামাজের বিকল্প নেই,তিনি আরও বলেন – আমাদের এলাকার প্রতিটি যুবক নিজেকে অসম্প্রদায়ক ব্যাক্তিত্ব হিসেবে গড়ে তুলতে আধুনিক রাউজানের স্থপতি জননেতা এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশ রয়েছে, কাজেই শান্তির সমাজ প্রতিষ্ঠায় পাঁচ ওয়াক্ত নামাজকে আগ্রধিকার দিলে দ্রুত প্রতি ফল পাওয়া নিশ্চিত। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমদীন মনজুর আনসারী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদুল আলম, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা শাহজাহান, যুবলীগ নেতা কায়ছার উদ্দিন সাব্বির প্রমুখ। এসময় মুনছুর আলমকে সভাপতি ও মুহাম্মদ শাহাদাত হোসেন বাবুকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মোজাহের সহ সভাপতি মুহাম্মদ আবু সাঈদ অর্থ সম্পাদক করে যথাক্রমে আব্দু শুক্কুর, মুহাম্মদ আবচার,আব্দুল জলিল, আবুল বশর, পিয়ার আহম্মদ, ফজলবারী ও মুহাম্মদ শফি সহ এগারো সদস্য বিশিষ্ট এবাদত খানা পরিচালনার ২০২৩-২০২৫ ইংরেজি সালের কার্যকরী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি জিয়াউল হক চৌধুরী সুমন। পরিশেষে এ মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা দানে যারা এগিয়ে এসেছে এবং আগামীতে অসম্পূর্ণ কাজের সাহায়তা করবেন সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!