স্টাফ রিপোর্টার::

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের বাসিন্দা সঙ্গীতশিল্পী হিরন্ময় মালাকার দীর্ঘ বছর ধরে খুলনা রূপান্তর থিয়েটারে সিনিয়র ট্রেইনার হিসাবে কর্মরত। শিল্পীর মা মমতা রানী মালাকার সোমবার ২০মার্চ দুপুর ২:৫৫মিনিটের সময় নিজ বাড়িতে স্বামীশ্রী সুচিত্ত মালাকারের কাছে তিন সন্তান হিরন্ময়,বিশ্বজিৎ ,রনজিত এদের দায়িত্ব দিয়ে মায়ার বাঁধন ছিন্ন করে হঠাৎ স্ট্রোক কারে ৬৫বছর ৬মাস ১৮দিনে পরলোকগমন করেছেন।ছেলেদের সবার সংসার হয়েছে অসংখ্য নাতি নাতনি প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে রেখে মায়ার বন্ধন ছিন্ন করে চলে যান। এতে হিরণময় মালাকার মাকে হারিয়ে অত্যন্ত অসহায় মনে করছেন নিজেকে। সব সময় বাড়ির বাইরে সংগীত জগৎ নিয়ে পড়ে থাকতেন। পরিবারের অর্থ উপার্জন করার জন্য জীবনের সাথে সংগ্রাম করছেন দীর্ঘ বছর ধরে। মায়ের মৃত্যুর সময় পাশেও থাকতে পারেনি।পিতা মাতা এবং পরিবারকে সময় দিতে পারেনা হিরন্ময় মালাকার। এটাই হিরন্ময় দাদার দুঃখ।দাদার সাথে মহামারি করোনা থেকে পরিচয়। সেই থেকে খুলনা আর্ট একাডেমির সুখ দুঃখে পাসে থেকেছেন। তাই আমরা খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে মাসিমার আত্মার শান্তি কামনা করি ।আপনারা সবাই মাসিমার জন্য শুভ কামনা করবেন তিনি যেন স্বর্গবাসী হতে পারেন। আমাদের সকলের প্রিয় দাদা যিনি খুলনার সাহিত্যাঙ্গনে বিশাল অবদান রাখেন দাদা যেন এই শোক কাটিয়ে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকেন। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।
শোক বার্তায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!