মোঃ আল-মুকিদ মাহি, বিশেষ প্রতিনিধি। 

ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর বিরুদ্ধে মো: আক্তার হোসেন হকাই এর পুত্রকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা টি ঘটে। তিনি বলেন, আমার ছেলের টাইফয়েড হয়েছে তাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা কিন্তু মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেয়ার কারনে আমার ছেলের অবস্থা ভালো না হয়ে উল্টো খারাপ অবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদানের ঘটনায় উপজেলাবাসী সংশয় প্রকাশ করছেন। চিকিৎসা সেবা গ্রহনকারী আক্তার হোসেন হকাই, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য হাসপাতালের ডাক্তারের কাছে গেলে ডাক্তার এই ঔষধ দেয়, আমি পরবর্তীতে চেক করে দেখি ঔষধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বেশ কয়েকমাস হয়েছে। তিনি আরও বলেন,, ২০২২ সালের অক্টোবর (৫ মাসের) মেয়াদ উত্তীর্ন ঔষুধগুলো যদি আমি না দেখে ব্যাবহার করতাম তাহলে আল্লাহ না করুক আমার ছেলের অনেক বড় ক্ষতি হতে পারত। বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কতৃপক্ষকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদান কারায় শাস্তির আওতায় আনা দরকার বলে মনে করেন তিনি।

এইভাবে ভুল সেবা প্রদান করলে সাধারণ লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর আস্থা হারিয়ে ফেলবে। সেই সাথে ভুল চিকিৎসায় মৃত্যুর কারণ হতে পারে বলেও মনে করেন তিনি। যদি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখা আন্দোলন সহ প্রয়োজনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!