মোঃ নুর হোসেন

 

 

চলতি অর্থবছরে প্রথম (৭)মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি টাকা৷লক্ষ্যমাত্রা থেকে কম আদায় হয়েছে৷
বৈশ্বিক পরিস্থিতি অব্যবন্তনা তুচ্ছা সাধনে এর কারন৷

আর এমনই অবস্থায় রাজস্বখাতে সংস্কারে( I M P R A) আই এম পি আর এ শর্ত পূরনে নতুন করে খুঁজে বের করার তাগিদ দিয়েছে ব্যবসায়িরা৷সেই সাথে অটোমেশনের তাগিদ দিয়েছে বিশ্লেষকরা৷

সরকারের অব্যন্তনীয় আয় অর্থ সিংহভাগ যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড N.P.R(এন, পি, আর )৷ জনগনের মূল্য সংযোগকর,ভ্যাট,আয়কর,শুল্ক থেকে আসে রাজস্ব৷সরকারের এই আয় বাড়াতে নানামূখী উদ্দোগের কথা থাকলে ও লক্ষ্যমাত্রা বাড়েনি আয়৷

অর্থবছরে ৭ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ১৭হাজার কোটির ওবেশি৷গেল বছরে একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ হাজার ও বেশি৷প্রশ্ন হচ্ছে ,কেন বাড়ছে না রাজস্ব আদায়৷বিশ্লষকরা বলেন যে,অটোমেশন হলে দূনীর্তি কমে যাবে ৷কর ফাকি বন্ধ হয়ে যাবে৷ হয়রানি কমে যাবে৷আর তার সাথে রাজস্ব আয় বৃদ্ধি পাবে৷

আমদানি ও রপ্তানিখাতে লক্ষ্য তুলনায় কম আদায় হয়েছে প্রায় (১২)বারো হাজার কোটি টাকা৷মৌসুমে বা ভ্যাট আদায় কম হয়েছে প্রায়ই আড়াই হাজার টাকা৷ঋন নেওয়ার খ্যাতরে রাজস্বখ্যাত বেশ কিছু শর্ত দেয় আই এম এফ৷

চলতি অর্থবছরে রাজস্ব আদায় ধরা হয় চৌবৃদ্ধি ২৪ ভাগ৷কিন্তু জুলাই—জানুয়ারি শুল্ক কর আদায়ে প্রবৃদ্ধি আদায় হয়েছে মাত্র ১০ ভাগ৷ অর্থাৎ অর্থবছরে বাকি মাসে কিভাবে বাড়ানো যাবে রাজস্ব আয়৷তাই বিশ্লেষকরা মনে করেন যে,রপ্তানি বাড়লে
রাজস্ব আয় বাড়বে৷

চলতি অর্থবছরে (NRB)জন্য সরকার রাজস্ব বেঁধে দিয়েছে তিন লাখ সত্তর হাজার কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!