বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক হাবিব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি।

বাকেরগঞ্জ সংবাদ দাতা!!
বাকেরগঞ্জ উপজেলার চর বঙ্গশ্রী ভেরি বাঁধে গত বুধবার বিকাল সাড়ে পাঁচটায় চর আউলিয়াপুরের মৃত্যু জহিরুল ইসলাম মোহনের পুত্র, চাঁদাবাজ, সন্ত্রাসী ডিগ্রীবাজ ও ভূমিদস্যু, সন্ত্রাসী আশরাফ মৃধা, ও তার ছেলে শুভ, রাজু মৃধা, মারুফ মির্ধা, মৃত্যু ফখরুদ্দিনের ছেলে, ফোরকান, মোহাম্মদ খন্দকারের ছেলে হারুন খন্দকার, সহ, ৬/৭ জন ওত পেতে থেকে সাংবাদিক হাবিবুর এর উপরে আতঙ্কিত হামলা চালায়, তথ্যসূত্রে জানা যায় , সন্ত্রাসী এবং ভূমিদস্য রিপন গত বছর ২২ সালের বৈশাখ মাসে সাংবাদিক হাবিবের শশুরের কাছে কটকওলা হিসেবে জমি লাগানো হয়,একপর্যায়ে ওই জমি বাবদ রিপনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়, রিপন টাকা, রিপন টাকা নেওয়ার পরে, স্ট্যাম্পে লিখিত স্বাক্ষর না দিয়ে, তাল বাহানা শুরু করে ,এক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা, চাইতে গেলে টাকা দিবে বলে ওয়াদা করে, গত বুধবার চর রঙ্গ শ্রী ভেরি বাদের উপরে বসে, পার্শ্ববর্তী বাগানে ওত পেতে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী, শফিকুল ইসলাম রিপন আশরাফ মৃধা হামলা করে আমার মোটরসাইকেল থামিয়ে, আমার শ্বশুরের বিকৃত তরমুজের ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, আহাত সাংবাদিক হাবিবুর রহমানকেবাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় তাকে দেখতে যান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন করেন, এলাকাবাসী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের কাছে জানান, রিপন একজনের সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্য ডিগ্রী বাস, তার অত্যাচারে অতিষ্ঠ চড় আউলিয়াবাসী, অবিলম্বে সন্ত্রাসী রিপন আশরাফ মৃধা ও তার সহযোগীদের কে গ্রেফতারের দাবী জানান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ । পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। সেই সাথে সাংবাদিক হাবিবুর উপরে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলার সাংবাদিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!