নিজস্ব ডেক্স :

গত ৩ ই জুন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আহসান উল্লাহ মনি মহোদয়ের অনুমতি ক্রমে কেন্দ্রীয় কমিটির নন্দিত সাধারণ সম্পাদক জনাব অভি চৌধুরী মহোদয় গতকাল তা অনুমোদন করেন।কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতি জনাব ইকবাল আল আজাদ (নন্দিত উপজেলা চেয়ারম্যান, জামালগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ) ও সাধারণ সম্পাদক জনাব প্রভাংশু শেখর তালুকদার অঞ্জন (সহকারী ব্যবস্হাপক ফুলতলা চা বাগান) কে নির্বাচিত করা হয়

উক্ত কমিটি’র প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলীর তালিকা নিম্নরূপঃ
প্রধান উপদেষ্টাঃজনাব মাহফুজুর রহমান,
সম্মানিত উপদেষ্টামন্ডলীঃবীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্লাহ সরকার,বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা,লায়ন বিলকিছ নুর mjf,ধর্মজিৎ সিনহা,এড.রিপা সিনহা,সমীর পাল চৌধুরী,অরবিন্দু ভট্টাচার্য,দেবশ্রী রানী দাস (শিক্ষয়িত্রী),এম শাহরিয়ার কবির সেলিম,জনাব মোস্তাক আহম্মেদ,এড.শরদিন্দু ভট্টাচার্য টুটুল,অধ্যাপক তাপস কিশোর রায়,জুনায়েদ কোরাশানি ও মোঃ রেদওয়ান উদ্দিন।
পূর্ণাঙ্গ কমিটি’র অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে সহ সভাপতি -মহিউদ্দিন ফহিম চৌধুরী,এড. অনুজ রায়,শান্তা চৌধুরী,অধ্যাপক আফিয়া বেগম,জান্নাত মরিয়ম,এড.শাবানা ইসলাম,পরিতোষ ঘোষ চৌধুরী,উত্তম সিংহ রতন ও অধ্যাপক সুদিন চন্দ্র পাল। যুগ্ম সাধারন সম্পাদক-আলপিনা আক্তার,নিতাই চন্দ্র পাল,শাহানা আল আজাদ ও সুজিত ভট্টাচার্য্য। তিন সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-এড. মোহিত কান্তি দাশ মনি,গণেশ তালুকদার ও সঞ্জয় ভট্টাচার্য্য টিপলু।দপ্তর সম্পাদক-ক্ষমা রাণী দে,কৃষি ও সমবায় সম্পাদক-পাপড়ি শ্যাম চৌধুরী,অর্থ সম্পাদক-স্বপন সরকার,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক-শংকর ধর (সংগীত শিল্পী),নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা-নিলুফা বেগম পলি
(শিক্ষয়িত্রী),মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-এড.শেলী সমাজপতি(শিক্ষয়িত্রী),তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক-বিপ্লব শ্যাম চৌধুরী,স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-জেবুন্নাহার,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-আব্দুল হক চৌধুরী,মানবাধিকার বিষয়ক সম্পাদক-এ্যানি দাস,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক-অমিনাংশু দাস,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-এড.ফুল কুমার হাজরা,আইন বিষয়ক সম্পাদক-এড.মোহাম্মদ শহীদুল্লাহ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক-এড.মোবারক হোসেন ফুল মিয়া,পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক-এড.শরবিন্দু দে,প্রচার,প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক-রুহুল আমিন চৌধুরী,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-লংজাম নীহার
(সংগঠক),শিক্ষা ও সাহিত্য সম্পাদক-নাফিনা রহমান পাপড়ি(শিক্ষয়িত্রী),কার্যনির্বাহী সদস্য-শংকরী শ্যাম চৌধুরী,সেবিকা রায়,ফেরদৌস আহমদ,মোঃ কবির আকঞ্জী,বিপ্লব বরণ রায়,তাপসী চক্রবর্তী (কণ্ঠশিল্পী),বিউটি দেব মনি (শিক্ষয়িত্রী),অনন্ত কাপালী (শিল্পী),বিশ্ব আচার্যা,টিটু ঘোষ,বিষ্ণু চৌধুরী, মানিক মিয়া,আল আমিন,সুস্থির তালুকদার ও জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!