নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ

———————————————
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তত্ত্বাবধায়নে, শিবগঞ্জ ওসি মনজুরুল আলম এর নেতৃত্বে মোকামতলা পুলিশ  তদন্ত কেন্দ্রে ইনচার্জ আশিক ইকবাল এর সহযোগিতায় ২১/১০/২০২২ তারিখে ০১.০৫ ঘটিকার সময় বিশ্বস্ত গোপন সংবাদের ভিক্তিতে রংপুর টু বগুড়া গামী মহাসড়কে মোকামতলা বন্দরস্থল গোল্ডেন চাইন্ড কিন্ডার গার্ডেন স্কুলের সামনে ভূরুঙ্গামারী কুড়িগ্রাম টু ঢাকাগামী শ্যামলী পরিবহন, ঢাকা মেট্রো- ব-১১-৫১২৯ বাসের যাত্রীবেশি ৩ জন মাদক ব্যবসায়ার নিকট থেকে মোট ১৭ কেজি গাঁজা আটক করেন, ১ নম্বর নড়াইল নড়াগাতি পৌরসভার পাকিমারা গ্রামের মোস্তফা মোল্লা ছেলে রমজান মোল্লার হেফাজত থেকে ৮, ৫ কেজি গাঁজা । ২ নম্বর খুলনা তেরোখাদা ছাচিয়াদহ গ্রামের শ্রী নেপাল বিশ্বাসের ছেলে শ্রী জীবন বিশ্বাস এর হেফাজতে ৫.৫ কেজি গাঁজা। ৩ নম্বর কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার ফুলমতি গ্রামের জোব্বার আলীর ছেলে হাফিজার রহমান এর হেফাজতে ৩ কেজি গাঁজা পাওয়া যায়। একই তারিখে একই স্থানে ০২.১৯ ঘটিকায় বিশ্বাস্ত
সংবাদের ভিক্তিতে রানিশংকৈল ঠাকুরগাঁ টু ঢাকাগামী আনাচ এন্টারপ্রাইজ বাস, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো ব-১৪-৬৪৩১ যাত্রীবেশি ২ জন মাদক ব্যবসায়ী নিকট হইতে মোট ৪৯ বোতল ফেন্সিডিল আটক করা হয়।১ নম্বর ঠাকুরগাঁ হরিপুর উপজেলা কাঁঠালডাঙ্গি গ্রামের শামসুল হক ছেলে শাহজাহান কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল, একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে মামুন এর হেফাজতে থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। তাছাড়াও একই তারিখে ০৩.০৫ ঘটিকায় সময় বিস্বস্ত সংবাদের ভিত্তিতে রংপুর টু ঢাকাগামী শ্যামলী পরিবহন ঢাকা মেট্টো ব-১৪-৯৮৬১ যাত্রীবেশি ১ জন মাদক ব্যবসায়ীর নিকট হতে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উক্ত বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!