স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুন (২৪) নামের এক যুবকে হত্যা করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে শনিবার (১৬ জুলাই) রাতে উপজেলার টিওরপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। নিহত মামুন গাবতলী উপজেলার টিওর পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে।

স্থানীয় সুএে জানা যায়, গত শুক্রবার বিকেলে গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেখানেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। শনিবার রাত১০:১৫ মিনিটের দিকে মামুন গ্রামের একটি মুদি দোকানে বসে ছিলেন। এসময় হোসেনপুর গ্রামের খোকন নামের এক যুবক জিআই পাইপ দিয়ে পেছন থেকে মামুনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরের দিকে মামুনের মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!