বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে  রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

(২৫ মার্চ) শনিবার দুপুরে মহাস্থানে বাজার মনিটিং করার সময় ৬টি দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার ৫ শত টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
এসময় জেলা প্রশাসন এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এতে সহযোগীতা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান সহ আইন শৃঙ্খলা বাহিনী।
এব্যাপারে নির্বাহী হাকিম উম্মে কুলসুম সম্পা বলেন, মহাস্থানহাট মনিটরিং এর সময় মূল্য তালিকা না থাকায় ৬টি দোকানে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। সারা রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!