নিজেস্ব প্রতিবেদকঃ বগুড়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

টাইলস মিস্ত্রী ওয়াজেদ হোসেন ঝন্টুর প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় ১৪ ই মে (রবিবার) সকাল ১১ টায় শহরের মালতিনগড় (ভাটকান্দি) ব্রীজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিহত ওয়াজেদ হোসেন ঝন্টুর একমাত্র ছোট বোন ফাতেমা খাতুন কান্নাস্বরে বলেন, আমার বড়ভাই আমাকে খুব ভালবাসতেন। যারা আমার বড়ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ করে বলেন, আপনি তো একজন মা, আপনি আমার মতোই একজন বোন, ভাই হারানোর ব্যাথা আপনি জানেন, আমি আমার ভাইয়ের হত্যার বিচার আপনার হাতেই দিলাম, আপনি সঠিক বিচার করেন। এ সময় এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।নিহত ঝন্টুর বাবা আফজাল হোসেন বলেন, আমার ছেলে দির্ঘদিন থেকে এলাকার বিভিন্ন জায়গায় টাইলস এর কাজ করতেন। এ বয়সে আমার কাঁধে ছেলের লাশ উঠবে আমি আশা করিনি। নিহত ঝন্টুর স্ত্রী কুলসুম আক্তার সর্ণা বলেন, যারা আমার ২টা ছোট ছোট বাচ্চাকে এতিম করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এখন আমি ২ টা ছোট বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এ সময় নিহত ঝন্টুর আত্মীয় বন্ধু-বান্ধব ও এলাকার সর্বস্তরের জনসাধারন মানববন্ধনে অংশ নেয় ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। এলাকাবাসী বলেন, এলাকায় মাটি, বালু ব্যাবসা, জমি বিক্রি, বাড়ি নির্মানে চাঁদাবাজি মাদক বিক্রি সহ বিভিন্ন আন্যায় না থামালে হত্যা আরো বেড়েই যাবে। আমরা শান্তিতে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!