ফিলিপাইনের সাবেক স্বৈরশাসকের ছেলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

 

ফিলিপাইনের বিদায়ী নেতা রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ বৃহস্পতিবার দেশটির পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন তিনি।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় সময় ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নিয়েছেন।নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।এর আগে ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তার বাবা ১৯৮৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর ঠিক ৩৬ বছর পরে ফার্দিনান্দ ফিলিপাইনের ক্ষমতায় বসলেন। এর মাধ্যমে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে।মার্কোস জুনিয়রের নির্বাচনে জয় ছিল তাদের রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসদের এক দশক দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার বাবা ফার্দিনান্দ ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। সামরিক শাসন জারি, মানবাধিকার হরণ, দুর্নীতি ও দারিদ্র্য ছিল তার শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!