নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেয়ায় এক সাংবাদিককে হুমকি দিয়েছে মাদকসেবীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে। এ ঘটনায় ওই সাংবাদিক নিরাপত্তা চেয়ে শনিবার রাতে থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, গত শনিবার (২০ মে) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে তিনজন মাদকসেবী প্রকাশ্যে মাওলানা পাড়া মাদ্রাসা মাঠে মাদক সেবন করছিল। এ সময় দৈনিক জনবানী ও একুশে সংবাদ অনলাইন পত্রিকার সাংবাদিক মেছবাহুল আলম প্রকাশ্যে মাদক সেবন করতে ওই মাদকসেবীদের বাধা দিলে তারা উত্তেজিত হয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেয়। থানার জিডি সুত্রে জানা যায়, মাদকসেবীরা হলো ওই এলাকার শাহজাহান আলীর ছেলে মফিজুল ইসলাম(১৯), গোলাম রব্বানীর ছেলে রুহুল আমিন (২১) ও আনার হোসেনের ছেলে মফিজুল ইসলাম(১৯)। এ বিষয়ে সাংবাদিক মেছবাহুল আলম বলেন, তারা দীর্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জড়িত। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার বাড়ির সামনে মাদ্রাসা মাঠে প্রকাশ্যে মাদক সেবনে তাদেরকে নিষেধ করি। পরে তারা উত্তেজিত হয়ে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা মুলত মাদকসেবী। আমিও তাদের কে অনেক সতর্ক করেছি মানেনি। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!