পাকাঁ রাস্তার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

 

আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

 

পাকাঁ রাস্তার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৮ জুন) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি আশরাফুজ্জামান সৈকতসহ বক্তারা অভিযোগ করে বলেন , দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর রাস্তাও পাকা হয়েছে। অথচ আমরা শহর ঘেষা এলাকায় থেকেও এতদিনে সড়কটি পাকা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধারা ৩৫ বছর ধরে রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি। রাস্তাটি পাকা না হওয়ায় এলাকার শিক্ষার্থীরা বর্ষার সময় সবচেয়ে বেশি দূর্ভোগে পরে। এছাড়াও অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ারসার্ভিস আসতে ব্যহত হয় এলাকায়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা।

 

এছাড়া স্বাধীনতার এত বছরেও গ্রামের ৫ হাজার মানুষের দূর্ভোগ কমাতে মাত্র দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। শুধু মাত্র ভোট এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়। প্রতিশ্রুতি শুনতে চাইনা। রাস্তা পাকা চাই বলে মন্তব্য করেন তারা।

 

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থাণীয় এলাকাবাসি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!