সিরাজগঞ্জের তাড়াশে নিজ ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে তার বড় ভাই শাহিনুর ইসলামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে। আর এ ঘটনায় মো. আব্দুস সালাম তুহিন আইনগত প্রতিকার চেয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তুহিনের দলীলকৃত জায়গা যাহার জে.এল নং-৬৭, খতিয়ান নং-৮৩০, দাগ নং-২৯০২ পরিমাণ- ৪৪ শতাংশের মধ্যে ২২ শতাংশ, মৌজা-কুসুম্বি। সেখানে ঘড় তুলতে গেলে গত ২১ জুন সকালে শাহিনুর বাঁধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তুহিন গালিগালাজ করতে নিষেধ করলে শাহিনুর ও তার স্ত্রী রুমানা পারভীন রুমি লাঠি শোটা দিয়ে মারার জন্য উদ্যুত্ব হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

আব্দুস সালাম তুহিন বলেন, এ জায়গা নিয়ে গ্রামে চেয়ারম্যান এবং গণ্যমান্য প্রধান ব্যক্তি বর্গগণের মাধ্যমে বিভিন্ন শালিস করা হয়। কিন্তু তারা শালিস মানে না।

এ প্রসঙ্গে তাড়াশ থানা প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!