সুনামগঞ্জ প্রতিনিধি::
সনাতন ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩০টি পূজামন্ডপে ব্যক্তিগত তহবিল হতে নগদ ১০হাজার টাকা করে তিন লক্ষ টাকা প্রদান করেন ও বেশ কয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।

(২ই অক্টোবর)
রবিবার দিনব্যাপী উপজেলা সদর, দক্ষিণ শ্রীপুর ও বালিজুরী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত তহবিল হতে নগদ ১০হাজার টাকা তুলে দেন তিনি।

এ সময় সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন রিপন, তাহিরপুর সদর সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, বালিজরী ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আলম জিলানী সোহেল, সাধারণ সম্পাদক চন্দন দাস, বালিজরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, তাহিরপুর সদর পূজা উদযাপন কমিটির সভাপতি মনধির রায়, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম আবির, তাহিরপুর সদর ইউপি সদস্য জয় রায় প্রমুখ।

এ সময় এমপি রতন বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

সকল মানুষ কাধে কাধ মিলিয়ে নিরাপদে বসবাস করছে।

আপনারা নির্ভয়ে সকল ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!