সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কাবাডি খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

গুরুতর আহত ১৫ জন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

৩০সে সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর মাদ্রাসা খেলার মাঠে ইউনিয়নের পাঠাবুকা ও নোয়ানগর গ্রামের কাবাডি খেলার সময় দু’গ্রামের পক্ষদ্বয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সংঘর্ষে পাঠাবুকা গ্রামের আহতরা হলেন, রকি(২৪),রাকিব(২৩),এমরান(২৫),মুজাহিদ(২৫),রুকন মিয়া(৩৫),হুমায়ুন ফরিদ (১১),সোহান(৮) ও নোয়ানগর গ্রামের আহতরা হলেন,রুহুল আমিন(৩৫),জামিরুল(২৫),সাজিবুল(৩৫),রায়হান(২৫),নজির হোসেন(২৫),রাকিব(১৮),আক্তার(২২),সাইফুল(৩০)। আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!