সিরাজগঞ্জের তাড়াশে কোহিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারটি বৃষ্টির পানিতে ধসে গেছে।
এ নিয়ে এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ এডিবির অর্থায়ন ২লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যয়ে কাজটির দায়িত্ব পান মেসার্স রেজা কনস্ট্রাকশন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল এমন সময় বৃষ্টি শুরু হলে তারা স্কুলের বারান্দায় অবস্থান নেয়।
এ সময় স্কুলের বারান্দায় পাশে অবস্থিত শহীদ মিনারটি বৃষ্টি পানিতে ভেঙ্গে পরে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়
ঘটনাটি জানাজানি হলে এলাকায় লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।
এবিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু মিয়া জানান, কাউকে না জানিয়ে ঠিকাদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগসাজশে নিন্নমানের কাজ করছে। রড না দিয়ে কিছু সিমেন্ট শুধু বালি দিয়ে কাজ করায় বৃষ্টিতে শহীদ মিনার ভেঙ্গে পড়েছে।
এত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোজদার হোসেন বলেন, প্রধান শিক্ষক এ বিষয়ে আমার সাথে কোন আলোচনা না করে শহীদ মিনার নির্মাণ করছেন।
এ প্রসঙ্গে উপজেলা উপ সহকারী প্রকৌশলী রমজান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান আমাকে না জানিয়ে কাজ করেছে।
মেসার্স রেজা কনষ্ঠানের শহীদুল ইসলাম সাথে কথা হলে তিনি জানান ,এলাকার লোকজন শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে পুনরায় শহীদ মিনার নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!