মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌরসভার আয়োজনে সর্বস্তরের জনগণের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৪ জুন সন্ধ্যায় ডোমার বাজারস্ত রুবেল চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু”র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, ডোমার বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন প্রমুখ।এসময় বক্তারা বলেন, একটি স্বার্থন্বেষী মহল ডোমার পৌরসভার উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ করার নির্মিত্বে সাধারণ মানুষকে উসকানি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের উসকানি ও ষড়যন্ত্রে নিজেকে জড়িয়ে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য পৌরবাসীকে সতর্ক থাকার আহবান জানান। পাশাপাশি তারা আরও বলেন, ডোমার পৌরসভা তাদের বিধিমালা মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। আজকে এই স্বার্থন্বেসী মহলের ষড়যন্ত্রের কারণে আমাদের উপজেলা বহুদূর পিছিয়ে গেছে। তাই আসুন আমরা সকল ষড়যন্ত্র ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ডোমার পৌরসভাসহ সকল ইউনিয়নকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশীদার হই।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, কুয়েত ফান্ড থেকে ডোমার বাজারস্ত ভাঙ্গা বাজারের উন্নয়নের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং খুব শীঘ্রই আমরা ভাঙ্গা বাজারের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!