ইমতিয়াজ আহমেদ শিপন যশোরশ জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল এসএসসি-২০২২ পরীক্ষায় যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের বে-সরকারি স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। এসএসসি ফলাফল প্রকাশের পরে সরোজমিনে প্রধান শিক্ষক জানান, এবারে এসএসসি পরীক্ষায় তার স্কুল থেকে মোট ৩০৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে সকলে উত্তির্ন হয়েছে। যাহার মধ্যে ৮২জন গোল্ডেন এ প্লাস এবং ১৬৭জন এ প্লাস পেয়েছে।

প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য এই স্কুলে কোন বাছাইকৃত শিক্ষার্থী ভর্তি করা হয় না। দরিদ্র, হত দরিদ্র ও দূর্বল পর্যায়ের শিক্ষার্থীদের সামান্য টিউশন ফিসের বিনিময়ে পড়ানো হয় এবং তার একান্ত প্ররিশ্রম, নিষ্ঠা, ত্যাগ এই সাফল্যের মূল চাবিকাঠি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকের নির্দেশনায় সকল শিক্ষকদের প্রচেষ্টা, শৃঙ্গলা এবং অভিভাবকদের সচেতনতায় এ সাফলাতা অর্জন করেছেন এবং আমি উক্ত প্রতিষ্ঠানের সফলতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!