এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান পৌরসভার ব্যাবস্থাপনায় বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে পৌরসভার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান।
এসময় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,এসব সেবার মধ‍্যে প্রায় ৩০জন চিকিৎসকের মাধ‍্যমে বিভিন্ন রোগে আক্রান্ত ২হাজার মানুষ প্রয়োজনীয় ঔষধ সহ চিকিৎসা সেবা গ্রহণ করেন, এছাড়াও রাউজান ব্লাড ব‍্যাংকের সার্বিক সহযোগিতায় ১৪০০ জন মানুষ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ৫০০ মানুষ ফ্রি ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পযন্ত এসব সেবা দেওয়া হয়। এছাড়াও পৌরসভার কাউন্সিলরদের মাঝে পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরন ও অসহায় দরিদ্রের জন্য মানবতার কুঠিরেরও উদ্বোধন করেন রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!