চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ মোঃ আবুল কালাম সাহিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ,বিটিভি’র জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম প্রমুখ। বক্তারা বলেন,ভয়াল ২৫ মার্চ, মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। এইদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!